নতুন প্রতিনিধি, বিশালগড়, ১ জুন৷৷ একে তো লকডাউন তারউপর নেই বেচা-কেনা৷ আর এর মধ্যে সারা রাজ্যে বেড়ে চলেছে চুরির ঘটনা৷ ধর্মনগর থেকে সাব্রুম প্রতিটি জায়গায় চুরি, ছিনতাই আর অপরাধমূলক ঘটনার খবর প্রায় দিনেই আসছে সংবাদ শিরোনামে৷ লকডাউনের মূহুর্তে রাজ্যে সবচেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে চুরির গটনা৷ নাম কা ওয়াস্তে পুলিশী টহলদারি থাকলেও তাতে যে চোরেরা মোটেও ভয় পায় না তার প্রমান ফের একবার প্রকাশ্যে এসেছে৷ গতকাল গভীর রাতে বিশালগড় মধ্য বাজারে দুটি দোকানে চোরেরা হানা দেয়৷ নিয়ে যায় লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম৷ এক দোকান থেকেই নিয়ে যায় প্রায় দেন ল৭ টাকার কাপড়৷ অথচ বিশালগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কাপড়ের দোকানগুলি৷ রবিবার গভীর রাতে চোরের দল হানা দেয় ঐ দোকানগুলিতে৷ একটি দোকান ছাঁদ এবং অপর একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নিয়ে মালামাল৷ সোমবার সকালে দোকান মালিক দোকানে এলে বিষয়যটি নজরে আসে৷ দেখতে পান চোরের দল হানা দিযে কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে গেছে৷
খবর দেওয়া হলে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাম-কা ওয়াস্তে মামলা রুজু করে চলে াাসে৷ শেষ সংবাদ পাওয়া অব্দি পুলিশ এখন অব্দি কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ ব্যবসায়ীরা জানান, সম্প্রতিকালে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বিশালগড়ে৷ গত কয়েক মাসে বহু চুরির ঘটনা ঘটেছে৷ অথচ পুলিশ নিরব দর্শক৷ পুলিশের এই ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে বিশালগড়ের মধ্য বাজারের ব্যবসাযীদের মধ্যে৷ শুধু যে বিশালগড় এমনটা নয়, আগরতলা শহরেও বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা৷ এর ফলে আতঙ্কে রয়েছেন শহরের জনগণও৷