নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। পাহাড় লাইনে ধস পড়েছে। ফলে বদরপুর থেকে মঙ্গলবার সকালে আগরতলায় ফিরে এসেছে নয়া দিল্লীগামী এসি ট্রেন। সোমবার সন্ধ্যা সাতটায় ট্রেনটি আগরতলা থেকে যাত্রা শুরু করেছিল। মধ্যরাতে বদরপুরে থমকে যায়। এদিকে বুধবার নয়া দিল্লি থেকে সন্ধ্যা ৭.৫০ টায় আগরতলার উদ্দ্যেশে একটি ট্রেন ছাড়ার সূচী রয়েছে। কিন্তু এটি ছাড়বে কিনা সংশয় দেখা দিয়েছে। মোপা ও কালাচান এই দুই ষ্টেশনের মাঝামাঝি প্রায় ৪০০ মিটার রেল লাইনের উপর বিশাল ধস পড়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুভা্নন্দ চন্দ রাতে জানান , দিল্লি থেকে ট্রেনটি বাতিল করা হয়েছে।রেলসূত্রের খবর এক সপ্তাহ লেগে যেতে পারে ধস সরাতে।