তুফানে সোনামুড়া ও সিধাইয়ের বহু গ্রাম তছনছ, লন্ডভন্ড বিদ্যুৎ পরিষেবা

নতুন প্রতিনিধি, সোনামুড়া, ২ জুন।।একদিকে করোনা ভাইরাসের তাণ্ডবে মানুষ যখন দিশেহারা ঠিক সেই সময়ে কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার উপক্রম। মঙ্গলবার ভোরে সিপাহী জলা জেলার সোনামুড়া মহাকুমার মোহনভোগ ব্লক এলাকার তেলকাজলা গ্রামে এবং সদর উত্তরের সিধাই এর পঞ্চবটি এলাকায় আছড়ে পড়ে কালবৈশাখীর ঝড়। তাতে দুটি এলাকাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন। সংবাদ সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর রাতে সোনামুড়া মহাকুমার মোহনভোগ  ব্লক এলাকার তেলকাজলা গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। মুহূর্তে বহু  এলাকার ঘরবাড়ি ভূপাতিত হয়। গাছপালা ভেঙে পড়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা। ঝড়ের তাণ্ডবে ভেঙ্গে পড়েছে ২১টি ঘরবাড়ি। শুরু হয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের আর্তনাদ। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়ে তেলকাজলা গ্রামে ছুটে যান পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীবাস ভৌমিক সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। পঞ্চায়েত সমিতির সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করা হবে বলে পঞ্চায়েত সমিতির সদস্য আশ্বস্ত করেছেন। কালবৈশাখীর তাণ্ডবে যে ২১ টি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিস্তারিত ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে ও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে সিমলার পঞ্চবটি এলাকার উপর দিয়েও মঙ্গলবার ভোরে কালবৈশাখীর ঝড় তাণ্ডব চালিয়েছে । এলাকার একাধিক রাবার বাগান ঝড়ের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?