বিলোনীয়ায় ত্রান সামগ্রী বিতরণ বামপন্থী ছাত্র যুব সংগঠনের

নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ২ জুন।। কোভিড-১৯ সংকট জনিত সংকটকালীন সময়ে নিরন্তর মানুষ হিসাবে মানুষের পাশে মঙ্গলবারও এ বার্তা দিল বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফ। পঞ্চম লকডাউনেও ত্রান সামগ্রী নিয়ে ঠেলা চালক, রিক্সা চালক, লোডিং আনলোডিং লেবার, পত্রিকার হকার, গৃহ পরিচারিকাদের পাশে দাঁড়ালো বাম ছাত্র যুবরা। মঙ্গলবার সকালে জগন্নাথ বাড়ির সামনে অভিনব কায়দায় অস্থায়ী সবজি বাজার থেকে সবজি নেওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে নিদিষ্ট গোল গোল দাগ দেওয়া চিহ্নিত স্থানে। বামপন্থী ছাত্রযুবরা যখন বাজারের মত নানারকমের সবজি নিয়ে সাজিয়ে অস্থায়ী বাজার তৈরি করলো পথচারীরা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল জগন্নাথ বাড়ির সামনে। অস্থায়ী বাজারে কিনা ছিল আলু, পেঁয়াজ, কুমোর, কাঁচালঙ্কা ঢেড়স, বেগুন , বরবটি সিম সহ আরো ‌অন্যান্য সবজি। সকাল আটটার সময় এই দিনের সবজি বিতরন অনুষ্ঠানের অস্থায়ী বাজারের সুচনা করেন প্রাক্তন যুব নেতা তাপস দত্ত, বাসুদেব মজুমদার । এসএফআই ও ডিওয়াইএফআই বিলোনিয়া মহকুমা কমিটির আয়োজিত অনুষ্ঠানে এছাড়া ছিলেন সংগঠনের নেতা রিপু সাহা,‌মধুসুধন দত্ত , ছাত্র নেতা ‌সুকান্ত মজুমদার সহ সংগঠনের নেতাকর্মীরা ‌। রিক্স চালক, ঠেলা চালক, পরিচারিকা, লোডিং আনলোডিং শ্রমিকরা একের পর এক এসে বাজার থেকে সবজি নিয়ে খুশি মনে ঘরে ফিরে যায় । এই দিন বামপন্থী ছাত্রযুবরা মোট ২৭৮ জন শ্রমিকদের মধ্যে সব্জি বিতরণ করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?