২৪ ঘন্টায় ভারতে নতুন মৃত্যু হয়েছে ২০৪ জন করোনা-সংক্রমিত রোগীর

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২ জুন।। থামছেই না, বরং ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এক ধাক্কায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮,১৭১। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২০৪ জন করোনা-সংক্রমিত রোগীর। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৫৯৮ এবং সংক্রমিত ১,৯৮,৭০৬ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯৫,৫২৬ জন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৯৫,৭০৬ জন (সক্রিয় করোনা রোগী ৯৭,৫৮১)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫৯৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৯৫,৫২৬ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৫,৫৯৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৬৪ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ২৪ জনের, চন্ডীগড়ে ৪ জন, ছত্তিশগড়ে একজন, দিল্লিতে ৫২৩ জনের, গুজরাটে ১০৬৩ জনের, হরিয়ানায় ২১ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ৩১ জনের, ঝাড়খণ্ডে ৫ জনের, কর্ণাটকে ৫২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১০ জন, মধ্যপ্রদেশে ৩৫৮ জন, মহারাষ্ট্রে ২,৩৬২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪৫ জন, রাজস্থানে ১৯৮ জনের, তামিলনাড়ুতে ১৮৪ জন, তেলেঙ্গানায় ৮৮ জন, উত্তরাখণ্ডে ৬ জন, উত্তর প্রদেশে ২১৭ জন এবং পশ্চিমবঙ্গে ৩২৫ জন প্রাণ হারিয়েছেন। করোনা-প্রকোপে ত্রস্ত মহারাষ্ট্রে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৭০,০১৩, দিল্লিতে ২০,৮৩৪ তামিলনাড়ুতে ২৩,৪৯৫, অন্ধ্রপ্রদেশে ৩৭৮৩ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ২২ জন, অসমে ১৩৯০ জন, বিহারে ৩৯২৬ জন, চন্ডীগড়ে ২৯৪ জন, ছত্তিশগড়ে ৫৪৭ জন, দাদর নগর হাভেলিতে ৩ জন, গোয়ায় ৭১ জন (সুস্থ ৪২ জন), গুজরাটে ১৭,২০০ জন, হরিয়ানায় ২৩৫৬ জন, হিমাচল প্রদেশে ৩৪০ জন, জম্মু-কাশ্মীরে ২৬০১ জন, ঝাড়খণ্ডে ৬৫৯ জন, কেরলে ১৩২৬, কর্ণাটকে সংক্রমিত ৩৪০৮ জন, লাদাখে ৭৭ জন, মধ্যপ্রদেশে ৮২৮৩ জন, মণিপুরে ৮৩ জন (১১ জন সুস্থ), মেঘালয় ২৭ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ৪৩ জন, ওডিশায় ২১০৪ জন, পুদুচেরিতে ৭৪ জন, পঞ্জাবে ২৩০১ জন, রাজস্থানে ৮৯৮০ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২৭৯২ জন, ত্রিপুরায় ৪২০ জন, উত্তরাখণ্ডে ৯৫৮ জন, উত্তর প্রদেশে ৮০৭৫ এবং পশ্চিমবঙ্গে ৫৭৭২ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?