নতুন প্রতিনিধি, চুরাইবাড়ি, ২ জুন।। ট্রেনে করে উত্তর জেলার ধর্মনগর থেকে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দির কলকলিঘাটে ঝাঁপ যুবকের। লকডাউনকে উপেক্ষা করে গোপনে ট্রেনে চেঁপে ধর্মনগর থেকে পালিয়ে গিয়ে পাথারকান্দির কলকলিঘাটে নামতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবকের নাম মুন্না দেব(২৭)। বাড়ি অসমের করিমগঞ্জ জেলার কলকলিঘাটে। বিষয়টি নিয়ে গোটা পাথারকান্দি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।পরে স্থানীয় এলাকাবাসী ও কলকললিঘাট বোর্ডার পুলিশের ইনচার্জ শুশিল সিনহার সহযোগিতায় আহত যুবককে ১০৮ এ্যম্বুলেন্স ডেকে পাথারকান্দি স্বাস্থ্য বিভাগের কাছে সমঝে দেওয়া হয়।প্রাপ্ত খবরে জানা গেছে গত দীর্ঘদিন থেকে উত্তর জেলার ধর্মনগরের একটি সার্কাস দলের সঙ্গে কাজ করত পাথারকান্দির কলকলিঘাটের এই যুবকটি। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে চলতি লকডাউনে মেলা বন্ধ হয়ে পড়ায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে সার্কাসের প্রতিজন কর্মীদের কপালে। পরে নিরুপায় হয়ে আজ যুবকটি ধর্মনগর স্টেশন থেকে গোপনে ধর্মনগর থেকে লামডিং অভিমুখী এক বিশেষ খালি ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু উক্ত রাতে ট্রেনটি কলকলিঘাট স্টেশনে না থামানোয় সে একসময় রাতের অন্ধকারে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয়। প্রসঙ্গ উল্লেখ্য যে, এই রুটে অবৈধ উপায়ে লকডাউনকে উপেক্ষা করে প্রায় প্রতিদিনই রাজ্য থেকে পার্শ্ববর্তী রাজ্য অসমে অনুপ্রবেশ ঘটছে।গত কয়দিনে অসম পুলিশে হাতে ত্রিপুরা থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়া ৪৭ জন ব্যক্তি আটক হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ১৮ কিমি ত্রিপুরা অসম সীমান্তে অবস্থিত কদমতলা ও চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আজ পর্যন্ত অবৈধভাবে রাজ্যে প্রবেশ ও বেরিয়ে যাওয়া কোন মানুষকে আটক করতে পারেননি।