করোনা মোকাবিলার সাথে ত্রিপুরায় ফেরতদের কর্মসংস্থানও কঠিন চ্যালেঞ্জ

নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। করোনা-র প্রকোপে বহিঃরাজ্য থেকে প্রচুর মানুষ ত্রিপুরায় ফিরছেন। তাঁদের মধ্যে অনেকেই চাকরি গৃহরাজ্যে চলে আসছেন। ফলে ত্রিপুরায় তাঁদের বেকারত্ব কীভাবে ঘুচবে, সেই দিশায় ইতিমধ্যে ত্রিপুরা সরকার তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে। ত্রিপুরার অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা দাবি করেন, করোনা মোকাবিলার সাথে ত্রিপুরায় ফেরতদের কর্মসংস্থানও কঠিন চ্যালেঞ্জ। তবে ত্রিপুরা সরকার তাঁদের স্বনির্ভরতার প্রশ্নে চিন্তাভাবনা শুরু করেছে। করোনা-র প্রকোপে সারা দেশেই মানুষ কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কোথাও কর্মচ্যুতি ঘটছে। কোথাও চাকরি ছেড়ে মানুষ বাড়ি চলে যাচ্ছেন। তাঁরা পুনরায় চাকরি পাবেন কিনা সেই অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। ত্রিপুরা থেকেও প্রচুর শ্রমিক বাড়ি ফিরে গেছেন। তেমনি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু থেকে প্রচুর মানুষ বাড়ি ফিরে আসছেন। সরকারি তথ্য অনুযায়ী, ট্রেনে ১৫,৮৮২ জন এবং সড়কপথে ৭৬৩৩ জন ত্রিপুরায় ফিরেছেন। আরও অনেকেই ফেরার অপেক্ষায় রয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, করোনা-কে কঠোরভাবে মোকাবিলার সাথে মানুষের জন্য মানবিক দিক দিয়েও বিবেচনা করতে হবে। তাঁর কথায়, ত্রিপুরায় বহিঃরাজ্য থেকে চাকরি ছেড়ে যাঁরা ফিরছেন তাঁদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁরা ফিরে যাবেন, না-ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন সেই তথ্যও সংগ্রহ করা হবে। তার ভিত্তিতে পর্যালোচনা করে তাঁদের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। তাঁর দাবি, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে। কারণ পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?