নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকে ভরতি জনৈক মহিলা আজ মঙ্গলবার ভোরে আত্মহত্যা করেছেন। শৌচালয়ে গলায় ফাঁস জড়ানো তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ জানিয়েছেন, ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জিবি হাসপাতালের ফ্লু ক্লিনিকের শৌচালয়ে পঞ্চাশোর্ধ্ব এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি গড়ায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন। মহিলাটি আমতলি থানাধীন মতিনগরের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় তিনি জ্বর এবং কাশির সমস্যা নিয়ে ফ্লু ক্লিনিকে ভরতি হয়েছিলেন। গতকালই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ সকাল ১১টায় তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলা মানসিক অবসাদ এবং কিডনি-র সমস্যায় ভুগছিলেন। আজ তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, করোনা আক্রান্ত মহিলা আত্মহত্যা করেছেন। তাই তার মৃতদেহ ময়না তদন্ত করা হবে। সে-মোতাবেক মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর পর স্বাস্থ্যবিধি মেনে তাঁর মৃতদেহ সৎকার করা হবে।