নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। বর্ষা সমাগত প্রায়। অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজধানী আগরতলা শহর সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। কেননা সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলা শহরের নিচু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়। জলে থৈ থৈ করে গোটা এলাকা। বানভাসি রাজধানী আগরতলা শহর এলাকার জনগণের এই তথ্য অভিজ্ঞতা এবারও কি ফিরে আসবে, সেই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে আগরতলা শহর এলাকার বানভাসি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। তিনি আগরতলা বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু'বছরের মধ্যেই আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিপ্লব দেব এর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে দুই বছর তিন মাস অতিক্রান্ত হতে চলল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানী আগরতলা শহর এলাকাকে বানভাসি পরিস্থিতি থেকে মুক্তি দিতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জল নিষ্কাশনের ড্রেন সংস্কারসহ বসানো হয়েছে উন্নত মানের পাম্প মেশিন। তাতে ইতিমধ্যেই আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনি ব্যবস্থার অনেক বেশি উন্নয়ন ঘটেছে। ইতিমধ্যেই এর সুফল ভোগ করতে শুরু করেছেন আগরতলা শহর এলাকার জনগণ। বাস্তব সমস্যার দিকে পেছন ফিরে তাকালে দেখা যায় রাজধানী আগরতলা শহর এলাকায় জনবসতি দিন দিন বেড়ে চলেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ি করে সংখ্যা দ্রুত বাড়ছে। বৃষ্টি হলে দ্রুত জল নিষ্কাশনের বিষয়টি প্রশ্নচিহ্ন এসে দাঁড়িয়েছে । পুকুর ও জলাশয় পরপর ভরাটের পর সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যতই সংকট হোক না কেন তা মোকাবেলা করাই হলো সরকার ও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। সে কথা মাথায় রেখেই সরকার ও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় শনিবার ভোররাত থেকে বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন রাস্তা ঘাটে জল জমে যায়। বেশ কিছুক্ষণ রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করার জন্য যেসব উন্নত মানের পাম্প মেশিন বসানো হয়েছে সেগুলো চালানো হয়। এর ফলে দ্রুত জল নামতে শুরু করে। ঘন্টা দুয়েকের মধ্যেই নিম্নাঞ্চল থেকেও জল সরে যায়। যেসব জায়গায় হাঁটুজল কিংবা কুমর জল মানুষজনকে রাস্তা পারাপার হতে হতো সেসব তিক্ত অভিজ্ঞতার দিকে ফিরে তাকালে মানুষ আজ অনেকটাই স্বস্তির পথে অগ্রসর হচ্ছেন। আগরতলা শহর এলাকায় বসবাসকারী জনগণের কাছ থেকে এ বিষয়ে মতামত জানতে চাইলে শনিবার তারা জানান বুধবার ভোররাত থেকে বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় জল জমে গিয়েছিল। উন্নত মানের মেশিন গুলো চালানোর ফলে কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে জল নেমে যায়। ফলে তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। নিকাশি ব্যবস্থা কে আরো উন্নত করার জন্য দাবি জানিয়েছেন শহরবাসী। পাশাপাশি রাজধানী আগরতলা শহরের যেসব নিচু রাস্তা রয়েছে সেগুলো আরো উঁচু করার জন্য দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে আগরতলা শহর এলাকার জল নিষ্কাশন এর ড্রেইমগুলির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন শহর এলাকার জনগণ।