নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তাকর্মী ও ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে চা পাতার প্যাকেট বিনামূল্যে বিতরণ করা হয়েছে৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস এর সঙ্গে সাক্ষাৎ করে এসব চা পাতার প্যাকেট তুলে দেন৷এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলেন করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে পুলিশ, নিরাপত্তাকর্মী ও ট্রাফিক কর্মীরা প্রথম সারিতে থেকে কাজ করে চলেছেন৷ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিনামূল্যে উপহার স্বরূপ প্রত্যেককে ১০০ গ্রামের এক প্যাকেট করে ত্রিপুরেশ্বরী চা পাতা প্রদান করা হয়েছে৷ অরুনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এবং প্রশাসনিক কাজকর্ম যথাযথভাবে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা যেভাবে কাজ করে চলেছেন তার ভূয়সী প্রশংসা করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা৷