নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ ৩১ মে তামাক বিরোধী দিবস৷ তামাক বিরোধী দিবস উপলক্ষে শনিবার আগরতলা শহরের রাধানগর এলাকায় এক প্রচার গাড়ির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ প্রচারকারী আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংসদ প্রতিমা ভৌমিক বলেন তামাক জনস্বাস্থ্যের পক্ষে খুবই বিপদজনক৷ প্রত্যেককেই তামাক বর্জন করা উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ তামাক সেবনের ফলে ক্যান্সারজনিত ভয়ংকর রোগ দেখা দিতে পারে৷ গবেষণায় দেখা গেছে তামাক সেবনের ফলে অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ৷ সেকারণেই তামাক সেবন সম্পর্কে মানুষকে সচেতন করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ তামাক সেবনের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন সহ সকল অংশের জনগণকে ব্যাপক প্রচার অভিযানে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷