নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে পূর্ব আগরতলা অঞ্চল কমিটির অফিসে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির সংগঠিত করল এসএফআই ও ডিওয়াইএফআই এবং সি আই টি ইউ। রক্তদান ও স্বাস্থ্য শিবির এর আনুষ্ঠানিক সূচনা করেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার এই তিনটি সংগঠনের ধরনের উদ্যোগের প্রশংসা করেন। মানিক সরকার বলেন পরিবর্তিত বিশেষ পরিস্থিতিতে নয়, বরাবরই এই ধরনের পরিষেবা মূলক কাজে এগিয়ে আসে এসএফআই, ডিওয়াইএফআই, সিআইডির সহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলো। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এ ধরনের সেবামূলক কাজে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসার জন্য বিরোধীদলীয় নেতা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন বামফ্রন্ট সরকারের আমলে রক্তদান শিবির বরাবরই হয়ে থাকতো। বছরে কমপক্ষে ২/৩ বার একটি ক্লাব কিংবা সামাজিক সংস্থা রক্তদান শিবির সংগঠিত। বর্তমান সরকারের আমলে এ ধরনের প্রবণতা অনেকটাই কমে গেছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে নজর দিতে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে পূর্ব আগরতলা সিপিআইএম অঞ্চল অফিসে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বিরোধী দলনেতা মানিক সরকার আরও বলেন রক্তদান এবং স্বাস্থ্য শিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। এর চেয়ে মহৎ এবং বড় সমাজ কল্যাণ মূলক কাজ আর কিছুই হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন। এ নানা ধরনের কল্যাণ মূলক কাজে সকল অংশের জনগণকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানিয়েছেন। রক্তদান সম্পর্কে কারো মনে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব না রাখতেও তিনি পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বামপন্থী সংগঠনগুলোকে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের এগিয়ে আসতে তিনি উদাত্ত আহ্বান জানান। শনিবারের রক্তদান ও স্বাস্থ্য শিবির এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ঔষধ পত্র প্রদান করে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজকর্মে তারা এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেছেন।