নতুন প্রতিনিধি, আমবাসা, ৩০ মে।। শনিবার থেকে আচমকা ধলাই জেলার আমবাসায় অগ্নিনির্বাপক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর নির্দেশে অগ্নিনির্বাপক অফিসের সামনে বেরিকেট দিয়ে দেওয়া হয়। জানা যায় আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি সে। কারণেই আমবাসা অগ্নিনির্বাপক দপ্তরের যাবতীয় পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কা করে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অগ্নিনির্বাপক দপ্তরের পরিষেবা বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই আমবাসা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি গুরুত্বপূর্ণ পরিষেবা এভাবে বন্ধ করে দেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে গেলে বিপদজনক আকার ধারণ করতে পারে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ধলাই জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান জরুরি প্রয়োজন হলে আপৎকালীন পরিষেবা হিসেবে মনু ও সালেমা থেকে পরিষেবা প্রদান করা হবে। দপ্তর কর্মকর্তারা এ ধরনের বক্তব্যকে দায়সারা বক্তব্য বলে অনেকেই মন্তব্য করেছেন।