নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বিদেশ মন্ত্রকের সহায়তায় ত্রিপুরার ৪৬ জন আজ কুয়েত থেকে গুয়াহাটিতে পৌঁছেছেন৷ তাদের আনার জন্য ২ টি বাস আজ গুয়াহাটিতে পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷ তিনি আরও জানান, আগরতলায় ফিরে এলে তাদেরকে পশ্চিম জেলার ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে৷ আজ কলকাতা থেকে ১৭০ জন বিমানে আগরতলায় এসেছেন ৷
তিনি জানান, আজ জয়পুর থেকে ২৬ জন, বিজওয়াড়া ও তামিলনাড়ু থেকে ৭৩ জন অর্থাৎ ৯৯ জন যাত্রী নিয়ে একটি ট্রেন লামডিং জংশনে পৌঁছেছে৷ আগামীকাল হাওড়া থেকে ১ টি ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হবে৷ আজ বিশ্রামগঞ্জ থেকে ১ টি ট্রেন ১৮০০ যাত্রী নিয়ে রাঁচি গেছে৷
আজ জিরানীয়া থেকে ১ টি ট্রেন গয়ার উদ্দেশ্যে ছেড়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, গতকাল ২ জন করোনা আক্রান্ত পজিটিভ রোগী পাওয়া যায়৷ তাদের বাড়ি গোমতী জেলায়৷ তারা মুম্বাই থেকে রাজ্যে আসেন৷ তাদের ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করা হয়েছে৷