প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, ছেলে ভাতা পাচ্ছে না অভিযোগ মা অফুলা খাতুনের

নতুন প্রতিনিধি, জম্পুইজলা, ২৯ মে৷৷। লকডাউন মুহূর্তেও সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে৷ জম্পুইজলা আর ডি ব্লকের অধীন চিকনছড়া এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ড মোল্লাপাড়ার শহীদ মিয়ার ছেলে আব্দুল কাদের জন্মসূত্রেই বিকলাঙ্ক৷ প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তার কিন্তু বারংবার কাগজপত্র সিডিপিও অফিস এবং পঞ্চায়েত অফিসে জমা দেওয়ার পরেও দীর্ঘ প্রায় তিন বছর হয়ে গেল এখন পর্যন্ত ভাতা পায়নি সেই হতভাগা আব্দুল কাদের৷

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে অভিযোগ করেন আব্দুল কাদেরের মা অফুল খাতুন৷ তিনি বলেন তার ছেলে কানে শুনতে পায় না, ভালো করে হাটতে পারে না, মানসিকভাবে খুবই দুর্বল, চলাফেরা করা তার জন্য খুবই দুঃসাধ্য, এত সমস্যা থাকার পরেও কেন তার ছেলে ভাতা পাচ্ছে না এটাই তার প্রশ্ণ৷ আব্দুল কাদেরের মা অফুলা খাতুন এবং পিতার সহিদ মিয়া ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় দিন কাটাচ্ছে৷

কবে কখন সেই হতভাগা ছেলের সরকারি সুযোগ-সুবিধা পাবে জানা নেই তাদের৷ সরকার জনসাধারনের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্প এবং সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে কিন্তু কোন অজানা কারণে আব্দুল কাদের তার ভাতা পাওয়া থেকে বঞ্চিত সে কথা জানা নেই তাদের৷

মা এবং বাবার দাবি অবিলম্বে তাদের ছেলে আব্দুল কাদেরকে ভাতা প্রদান করা হোক৷ সেই দাবি করলেন এলাকার বিধায়ক এবং রাজ্য সরকারের কাছে৷ এখন দেখার সে আব্দুল কাদের ভাগ্য কোন সময় পূরণ হয়৷ তার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আব্দুল কাদেরের পরিবারকে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?