নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ বাংলাদেশ থেকে ফেরত আসা রাজ্যের আট জনের দেহে করোনার সন্ধান মিলেছে৷ সেই সাথে গুরুগ্রাম থেকে আসা একজন ও বিএসএফের ৮৬ নম্বর ব্যাটেলিয়ানের এক জওয়ানের দেহেও করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ সবমিলিয়ে শুক্রবার নতুন করে ১০ জনের দেহে করোনার সন্ধান পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার রাতে এক ট্যুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন৷
তিনি আরও জানিয়েছেন, এদিন মোট ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ১০ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তবে বিমানবন্দরের সমস্ত যাত্রীদের নুমনা নেগেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেককে সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার সমস্ত ধরনের ব্যবস্থা নিয়েছে৷
রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৭০ জন৷ এদের মধ্যে শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে ৬৯ জন এবং ১ জন এজিএমসি-তে চিকিৎসাধীন রয়েছেন৷ আজ মহাকরণে প্রেস কনফারেন্স হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার কোভিড-১৯ সংক্রমণজনিত সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেড৷
তিনি জানান, রাজ্যে বর্তমানে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে ৫১০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১০৭৭১ জন রয়েছেন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করাহয়েছে ২৬৯৩৮ জনের৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫৪০৩ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ২৫৪ জনের৷ সক্রিয় আছেন ৮২ জন৷ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৭১ জন৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩৫৫ জনের৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪১ জনের৷ আজ ৪ জন করোন আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর শহীদ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ৩৩৬ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ ননহটস্পট এলাকা থেকে যাত্রীবাহী গাড়ি এসেছে ৩৫ টি৷ হটস্পট এলাকা থেকে যাত্রীবাহী গাড়ি এসেছে ৪ টি৷ ননহটস্পট এলাকা থেকে ট্রাক এসেছে ৩১৯ টি৷
হটস্পট এলাকা থেকে ট্রাক এসেছে ২৮ টি৷ এখানে ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে ২৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৬ জন৷ সেখানে সেম্পল সংগ্রহ করা হয়েছে ১৩৭ জনের৷ তিনি জানান আজ চেন্নাই থেকে ১৫৭৮ জন আগরতলায় এসে পৌঁছেছেন৷ তাদের মধ্যে ৩২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাছাড়া আজ আমেদাবাদ থেকে ১ টি ট্রেন ৩২৩ জন যাত্রী নিয়ে আগরতলায় পৌঁছেছে৷ এদের মধ্যে ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷