নতুন প্রতিনিধি, বিশালগড়, ২৯ মে৷৷ উন্নয়নের কাজে মহিলাদের আরও বেশি করে মুক্ত করতে পারলে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে৷ আজ উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের রেগার কাজ দেখাশোনায় মহিলা মেইটদের দায়িত্ব দেওয়ার অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ রাজ্যের নয়টি পঞ্চায়েতে জি আর এস-এর সঙ্গে স্বসহায়ক দলের মহিলারাও রেগার কাজ দেখাশোনা করেন৷ প্রাথমিকভাবে নয়টি পঞ্চায়েত নিয়ে এই পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে৷
পরবর্তী সময়ে রাজ্যের সবগুলি পঞ্চায়েতে মহিলা মেইটদের এই দায়িত্ব দেয়া হবে৷ উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ রেগার বিভিন্ন কাজও পরিদর্শন করেন৷ সেখানে তিনি বলেন, স্থানীয় স্বসহায়ক দল থেকে তিনজন মহিলাকে রেগার কাজ দেখাশোনা করার দায়িত্ব দেয়া হয়েছে৷
এর উদ্দেশ্যে মহিলাদের সম্পদ সৃষ্টির কাজে যুক্ত করা৷ এই পাইলট প্রজেক্টের মাধ্যমে মা বোনেরা নিজেদের এৃাকার ও গ্রামের উন্নতির কাজে যুক্ত হবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বসহাকয় দলকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন৷ মহিলারা উন্নয়নের কাজে যুক্ত হলে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে উপমুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷
এই পাইলট প্রজেক্ট অনুযায়ী প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে স্বসহায়ক দল থেকে তিনজন মহিলা মেইট নির্বাচন করা হবে৷ তারা রেগার কাজে শ্রমিকদের হাজিরা দেখাশোনা করবেন৷ কাজের পরিমাপ, মাস্টাররোল, রক্ষণাবেক্ষণ, জবকার্ড পরীক্ষা প্রভৃতি কাজের দায়িত্ব নেবেন৷ প্রতি ৩০ জন বা তার বেশি শ্রমিকের জন্য একজন মেইট থাকবেন৷ মহিলা স্বসহায়ক দল থেকে মহিলা মেইট নির্বাচন করা হবে৷ এ ধরণের কাজে রাজ্যে মহিলাদের যুক্ত করা হলে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি মহিলাগণ আর্থিকভাবে সবল হবেন৷ অনুষ্ঠানে চড়িলাম ব্লকের বিডিওসহ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷