নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ২৯ মে৷৷ বিলোনিয়া হাসপাতালে ব্লাড ব্যাংকের অর্থের সংকট চরমে৷ চাহিদা থেকে রক্ত জোগাড় না থাকাতে মুমূর্ষ রোগীর পরিবারের মধ্যে তীব্র হাহাকার চলছে৷ মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে রক্তের জন্য পরিবারের লোকেরা এদিক ওদিক ছোটাছুটি করতে হয় রক্তদাতার খুঁজে৷
বিলোনিয়া ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূর করার জন্য ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার রাহুল সিনহা রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের কাছে আহ্বান রাখেন যাতে মুমূর্ষ রোগীর সঠিক সময়ের মধ্যে রক্ত পেয়ে জীবন ফিরে পেতে পারে৷ দক্ষিণ জেলাতে একমাত্র ব্লাড ব্যাংক বিলোনিয়া হাসপাতাল প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১৫ ইউনিট রক্ত প্রয়োজন৷ প্রতিমাসে দেড়শ থেকে আড়াইশো ইউনিট রক্তের প্রয়োজন৷
সেই অনুসারে বিলোনিয়া ব্লাড ব্যাংকে রক্ত আছে মাত্র ১৫ ইউনিট৷ এরমধ্যে এ পজেটিভ ১০ ইউনিট, বি পজেটিভ ২ ইউনিট, এবি পজেটিভ নাই, ও পজেটিভ ২ ইউনিট, এ নেগেটিভ নাই, বি নেগেটিভ নাই, এবি নেগেটিভ ১ ইউনিট, ও নেগেটিভ রক্ত এক ইউনিট ও নাই৷ শুধুমাত্র বিলোনিয়া রোগীরা নয় শান্তি বাজার সাবরুম , উদয়পুর আগরতলা মুমূর্ষু রোগীদের জন্য রক্ত দেওয়া হয়৷