নতুন প্রতিনিধি, মোহনপুর, ২৯ মে৷৷ আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গলের শিকার করতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিনয় দেববর্মা। ঘটনার সিধাই থানাধীন ডুমাকারি এ ডি সি ভিলেজের আতুকুড়ি গ্রামে। ঘটনাটি ঘটে ২৬ মে।
ঘটনার দিন আহত ব্যক্তিকে প্রথমে স্থানীয় চাচু বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আহত ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সিধাই থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা নেওয়া হয় আহত বিনয়ের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি দেশি বন্দুক উদ্ধার করেছে।
যদিও আহত ব্যক্তির পরিবারের লোকদের দাবি জঙ্গলে শিকার করতে গিয়ে অন্য কারোর গুলিতে বিনয় আহত হয়েছে। তবে বিনয় নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এখন দেখার পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।