নতুন প্রতিনিধি, সোনামুড়া, ২৯ মে।। আগামী তিন মাসের মধ্যে জাহাজ ভিড়বে সোনামুড়ায়। দৈনিক সংবাদের সাথে একান্ত সাক্ষাতকারে এই সুখবরটি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।শুক্রবার সোনামুড়া সফরকালে মুখ্যমন্ত্রী বলেন, আপাতত রেডিমেড জেটিতে জাহাজ নোঙ্গর করবে। স্থায়ী জেটি তৈরী হতে সময় লাগবে ৩/৪ বছর।ততদিন অস্থায়ী জেটির মাধ্যমে জাহাজ চলাচল করবে। মুখ্যমন্ত্রী জানান, গোমতি নদীর যা নাব্যতা রয়েছে তাতে ৫০ মেট্রিক টন পন্য নিয়ে জাহাজ চলাচল করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, ক’দিন আগে ঢাকায় উভয় দেশের মধ্যে সোনামুড়া- দাউদকান্দি নৌপথ চালুর বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়। এখন জাহাজ চলাচল শুধু সময়ের অপেক্ষা।