সময়মত ঋণ পরিশোধ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান কৃষিমন্ত্রীর

নতুন প্রতিনিধি, উদয়পুর, ২৯ মে।। কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের গকুলপুর শাখার উদ্যোগে আজ উদয়পুর ধ্বজনগরে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষান ক্রেডিট কার্ড প্রদানে উপস্থিত ছিলাম। কৃষকদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কৃষান ক্রেডিট কার্ডের সুবিধা নেওয়ার এবং সময়মত ঋণ পরিশোধ করার আবেদন জানান কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায়। তিনি বলেন, সময়মত ঋণ পরিশোধ করলে আগামীদিনে এই সুযোগ আবার নেওয়া যেতে পারে এবং কৃষকদের আত্মনির্ভরশীল হওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল হবে। কৃষকদের মধ্যে কেসিসি রুপী কার্ডও প্রদান করা হয়। আনুষ্ঠানিক ভাবে উদয়পুর মহকুমার ধ্বজনগর, পূর্ব ধ্বজনগর, পশ্চিম ধ্বজনগর এবং ছাতারিয়া পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি প্রকল্পের অনুদান প্রাপকদের মধ্যে এই ঋণ ও কেসিসি রুপি কার্ড প্রদান করা হয়। একই সঙ্গে গোমতী ও দক্ষিণ জেলার মোট১৫ হাজার ৭৪৫ জন কৃষকের ঋণ মঞ্জর করা হয়। এতে মোট ৫১ কোটি ৫ লক্ষ ৫০ হাজার ৭৪৪ টাকা ঋণ দেওয়া হয়। এই ৠন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, হরেকৃষ্ণ গোস্বামী, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের দক্ষিণ জেলার রিজোনাল ম্যানেজার নিত্যানন্দ বণিক প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?