নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। ১০৩২৩ শিক্ষক কর্মচারী সংগঠন আগামী পয়লা জুলাই আগরতলা সহ প্রতিটি জেলা সদরে একই দিনে মানব বন্ধন তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। পহেলা জুলাই ১০৩২৩ শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুতির পূর্ণ হচ্ছে। চাকুরিচ্যুতির দুমাস পূর্ণ হওয়ার দিনেই তারা মানববন্ধন তৈরীর এই উদ্যোগ গ্রহণ করে। রাজধানী আগরতলা শহরে মানববন্ধন তৈরি করা হবে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে পুরো নিগমের অফিস পর্যন্ত। এছাড়া রাজ্যের প্রতিটি জেলা সদরের একই দিনে মানববন্ধন তৈরি করা হবে বলে সংগঠনের কর্মকর্তারা শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থান এবং অধিকার আদায়ের দাবিতে তারা এ মানববন্ধন তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন। অবিলম্বে চাকরিচ্যুত দেন চাকরিতে নিযুক্ত করার জন্য তারা রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন। রাজ্য সরকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। চাকরিচ্যুত হওয়ার পর গত দুমাস ধরে তাদের পারিবারিক জীবনের করুণ দৃশ্য তারা তুলে ধরেন। অবিলম্বে তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্ত করা না হলে তাদের পরিবারে অনাহার অবশ্যম্ভাবী হয়ে উঠবে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন। চাকরিচ্যুত পরিবারগুলিকে মানবিক দৃষ্টিকোণ নিয়ে বিচার না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণার ফলে চাকরিচ্যুতরা আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে যেটুকু আন্দোলন করা সম্ভব সেইটুকু আন্দোলন তারা আপাতত চালিয়ে যাচ্ছেন।