কাঞ্চনপুরের বিভিন্ন এডিসি ভিলেজে মিজো শরণার্থীরা জবরদখল করছে জোত জমি, উত্তেজনা চরমে

নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৯ মে।। কাঞ্চনপুর মহকুমার কাংরাই এডিসি ভিলেজের ধনঞ্জয় পাড়া এলাকায় পাট্টার জমিতে জম্পুই হিলের কিছু মিজো যুবকরা গতকাল এসে জায়গায় জায়গায় টংঘর তৈরি করছে। অনেক সুপারি গাছ কেটে নষ্ট করে‌ছে। তাই কাংরাই এলাকার রাজেন্দ্র রিয়াং, ধনচড়ায় রিয়াং, হেমেন্দ্র রিয়াং, রামজয় রিয়াং পাট্টা জমির মালিকরা আজ কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে লিখিত অভি‌যোগ তুলে দেন। রিয়াংরা সংবাদের ক্যামেরায় বলেন মিজু কনভেনশনের কিছু লোক এবং ওয়‌াই এমর এর যুবকরা এসে এই জায়গাতে রাতারাতি টংঘর তৈরি করছে এবং রিয়াং সম্প্রদায়ের লোকেরা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান এলাকাবাসী। গোপন সূত্রের খবর ১৯৯৭ সালে মিজোরাম থেকে আসা কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় উদ্বাস্তু পরিবারদের জন্য জায়গা নির্ধারণ করতে সরকারের প্রতিনিধি দল অাজ গেলেন আনন্দবাজার সি সি আর এফ। জাম্পুই হী‌লের নী‌চের এলাকাগু‌লি‌তে বড়ছড়া, পুর্বকাংরাই,পুর্ব হাজা ছড়াতে চলছে জায়গা নির্ধারণ বাতিল করার চেষ্টা। আজ‌কের জায়গা পরিদর্শন স্থলে উপস্থিত মহকুমা শাসক চাদনী চন্দ্রন, এসডিপিও বিক্রম জিৎ শুক্ল দাস যান। সখানে সঙ্গে উপস্থিত ছিলেন উদ্বাস্তু লিডাররাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?