নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। বর্ধিত ২০ শতাংশ সম্পদ কর অবিলম্বে প্রত্যাহার করা, মশার উপদ্রব নির্মূল করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, ড্রেন ও রাস্তা গুলি সংস্কার করা, বিশুদ্ধ পানিয় জল সরবরাহ করা সহ সাত দফা দাবির ভিত্তিতে শুক্রবার এসইউসিআই পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে নিগমের মেয়রের হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়। ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত এসইউসিআই পশ্চিম জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, নিগমের মেয়র জানিয়েছেন সম্পদ কর রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক বৃদ্ধি করা হয়েছে। তবে সাত দফা দাবি গুলি উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধিদলে এছাড়াও এসইউসিআই সদস্য শিবানী ভৌমিক, শেফালী দেবনাথ উপস্থিত ছিলেন।