নতুন প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। ২ মাস ৫ দিন বাদে আগরতলা বিমান বন্দরে যাত্রীবাহি বিমান নামল। লকডাউনে সরকার বিমান চলাচলের অনুমতি দেয়ার পর শুক্রবার কলকাতা থেকে আগরতলায় ১৬৬ জন যাত্রী নিয়ে প্রথম বিমান অবতরন করে আগরতলা বিমান বন্দরে।১৮০ আসনের ইন্ডিগো সংস্থার বিমানটি পুনরায় বেলা সোয়া এগারটায় ১৬৭ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দ্যেশ্যে উড়ে যায়।গত ২৫ মে থেকে দেশে বিমানে যাত্রী পরিষেবা শুরু হয়েছে৷ কিন্তু, আগরতলায় কোনও বিমান আসতে পারেনি৷ কারণ, ঘূর্ণিঝড় আমফান-এর তাণ্ডবে কলকাতা বিমানবন্দর উড়ানের ওঠা-নামার জন্য প্রস্তুত ছিল না৷ ফলে, আগরতলা রুটে বিমানে যাত্রী পরিষেবা বন্ধ ছিল। এয়ার ইন্ডিয়া এবং এয়ার এশিয়া আগামী ৩১ মে পর্যন্ত কলকাতা-আগরতলা রুটে বিমান পরিষেবা স্থগিত রেখেছে বলে ঘোষণা করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন ইন্ডিগোর একটি বিমান কলকাতা- আগরতলা রুটে যাতায়াত করবে বলে জানানো হয়েছে৷