নতুন প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। লকডাউন এর মধ্যে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকরা অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দর হয়ে ১২৯ জন আগরতলা প্রবেশ করেন। স্থল বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ। তিনি নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে পুরো বিষয়টি তদারকি করেন। অন্যদিকে, তাদের স্বাগত জানান পশ্চিম জেলা প্রশাসনের আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাদের প্রত্যেকের প্রাথমিক শারীরিক পরীক্ষা হয় এখন কোভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। দেশের মাটিতে ফিরে নাগরিকরা স্বস্তি প্রকাশ করেন। প্রসঙ্গত এর আগে বিভিন্ন কারণে বাংলাদেশের নাগরিকরা আটকা পড়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশস্থিত ভারতীয় হাই কমিশনার এর সহযোগিতায় তারা রাজ্যে ফিরছেন বলে জানা গেছে। করিমগঞ্জ ও ডাউকি স্থল সীমান্ত চেকপোষ্ট দিয়ে দেশে ফিরছে আরও ১০১ জন ভারতীয়। এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ ।