শান্তিরবাজারে গ্রাম প্রধানের মৃতদেহ উদ্ধার রেল ব্রীজের নীচে, চাঞ্চল্য

নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ মে।। শান্তিরবাজার মহকুমার গাদ্দাঙ গ্রাম পঞ্চায়েতের প্রধানের মৃতদেহ উদ্ধার হলো মঙ্গলবার সাত সকালে। মৃত প্রধানের নাম নকুল বিশ্বাস। এদিন রেল ব্রিজের নিচে একটি পরিত্যক্ত জলাতে তার নিথর দেহ দেখতে পায় গ্রামবাসী।সঙ্গে, সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয় গ্রামবাসীর তরফে। ঘটনা স্থলে ছুটে যায় পুলিশ। আচমকা এই ভাবে গ্রাম প্রধানের নিথর দেহ উদ্ধারকে ঘিরে গোটা গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটা কি খুন না আত্মহত্যা এই বিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলতে পারছে না পুলিশ। একে তো করোনা আতংক, তার মধ্যে এই ভাবে গাদ্দাঙ গ্রাম পঞ্চায়েতের প্রধানের মৃতদেহকে ঘিরে জনমনে অজানা এক ভয় তৈরি হয়েছে সেই এলাকায়। তদন্ত করছে পুলিশ।ঘটনার বিবরনে জানা যায়৷, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তিকলোনীর বাসিন্দা নকুল বিশ্বাস ( ৬৫ ) গতকাল থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজ হবার ঘটনাটি বাড়ীর লোকজন শান্তিরবাজার থানায় জানায়। রাত্রে অনেক খোঁজাখুজির পর খোঁজ মিললোনা। অবশেষে মঙ্গলবার সকালবেলা রেলষ্টেশন সংলগ্ন এলাকায় রেলব্রীজের নিচে জলের মধ্যে ভাসমান অবস্থায় নকুল বিশ্বাসকে দেখতে পায় এলাকাবাসী। ঘটনাটি সঙ্গে সঙ্গে শান্তির বাজার থানায় জানানো হয়। টনার খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান। অপরদিকে নকুল বিশ্বাস গার্দ্দাং পঞ্চায়েতের প্রধান হবার সুবাদে উনার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। নকুল বিশ্বাসের আকস্মিক প্রয়ানে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?