রসালো ফল লিচু নিয়ে বাজারগুলোতে হাজির ক্ষুদ্র ব্যবসায়ীরা

নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ মে।। সারাদেশ জুড়ে চলছে চতুর্থ পর্যায়ে লকডাউন। বাদ যায়নি ত্রিপুরা রাজ্য সহ তেলিয়ামুড়া মহকুমাও। তারমধ্যে রসালো ফল লিচু নিয়ে বাজার গুলোতে হাজির ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমানে লকডাউনের সময়ে মরসুমের রসালো ফল লিচু ব্যাবসায়ীরা তেলিয়ামুড়া বাজারে বাজারজাত করে থাকলেও অনান্য বছর গুলোর তুলনায় এবছর লিচুর তেমন একটা চাহিদা নেই বাজারে। লকডাউনের কারণে দূর-দূরান্ত থেকে মানুষ জন বাজার গুলোতে তেমন ভাবে আসতে পারছে না। ফলে লিচুর তেমন বিক্রি নেই । তেলিয়ামুড়া মহকুমার উত্তর গকুলনগর এডিসি ভিলেজ এলাকায় প্রায় ৪০০ লিচু গাছ নিয়ে রয়েছে লিচু বাগান। এই লিছু বাগানে কর্মরত এক কর্মী জানান এই বছর এই বছর লিছু ফলন ভালো হয়নি। প্রখর রোদের কারনে লিচুর ফুল নষ্ট হয়ে গেছে। প্রতিবছর এই বাগানের লিছু পাইকাররা ক্রয় করে নিয়ে যায়। কিন্তু লক ডাউনের কারনে এই বছর দূর দুরান্ত থেকে পাইকাররা আসছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?