নতুন প্রতিনিধি, বিশালগড়, ১৯ মে।। ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বিশালগড় অফিস টিলা কালীবাড়ি মাঠ প্রাঙ্গনে রাজ্যে বেকার সমস্যার সমাধান করার লক্ষ্যে মঙ্গলবার সিপাহীজলা জেলার ১২ জনের হাতে ১২ টি অটোর চাবি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার , সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান রুপালি দে সহ অন্যান্যরা। লক ডাউন চলছে। কিন্তু পারমিটের তিন মাস হয়ে গেছে। সেই দিকে নজর রেখেই সামাজিক দূরত্ব বজায় রেখে এই অটো প্রদান করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ত্রিপুরা ওবিসি কর্পোরেশন কাজ চালিয়ে যাচ্ছে। তাঁরই অঙ্গ হিসাবে এদিন বেকারদের হাতে অটোর চাবি তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে ঋন ও সহায়তা করা হবে বলে জানান ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার।