নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ করোনা-য় আক্রান্ত বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন৷ আজ সোমবার সকালে দুজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর আরও দুজনকে ছুটি দেওয়া হয়েছে৷ এদিন সকালে ছুটি দেওয়া হয়েছে দুই মহিলাকে৷ একজন ৮৪ বছরের এবং অপরজন ৬৪ বছর বয়সি৷ সবমিলিয়ে ত্রিপুরায় ৮৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন৷ এদিকে, বুকে ব্যথা অনুভব হওয়ায় শহিদ ভগৎ সিং যুব আবাসে কোভিড কেয়ার সেন্টার থেকে এক বিএসএফ জওয়ানকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ত্রিপুরায় ১৬৭ জন করোনা-য় আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁদের মধ্যে দুজন বহিঃরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া একজন টিএসআর জওয়ান, দুজন ট্রাক চালক ও তিন জন সাধারণ নাগরিক ছাড়া বাকি সকলেই বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য৷ নতুন চিকিৎসা নীতি অনুযায়ী ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ছুটি দিতে হবে৷ সে অনুযায়ী এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮৭ জন বিএসএফ জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ বর্তমানে ৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন৷ এর মধ্যে চারজন সাধারণ নাগরিক৷ জিবি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপার বলেন, আজ বিএসএফ পরিবারের দুই প্রবীণ সদস্যাকে সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ এরপর আরও দুজনকে ছুটি দেওয়া হয়েছে৷ গতকাল ২২ জনকে ছুটি দেওয়া হয়েছিল৷ তাঁর কথায়, ওই দুই মহিলার চিকিৎসাধীন ১০ দিন সমাপ্ত হয়ে গেছে৷ এখন বিএসএফ তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখার ব্যবস্থা করবে৷ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছুটি পাওয়া বিএসএফ জওয়ানদেরও প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হবে৷ তাঁদেরও চিকিৎসাধীন ১০দিন অতিক্রান্ত হয়েছে৷ তিনি আরও জানান, বর্তমানে জিবি হাসপাতালে ২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন৷ তবে আজ আরও একজনকে ভগৎ সিং যুব আবাস থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তিনি বলেন, একজন করোনা আক্রান্তের বুকে ব্যথা অনুভব হওয়ায় তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ কারণ, ভগৎ সিং যুব আবাসে করোনা সহ অন্যান্য চিকিৎসার সুবন্দোবস্ত নেই৷ তাই তাঁকে জিবি হাসপাতালে আনা হয়েছে৷ এখন তাঁকে অন্যান্য পরীক্ষা করেও দেখা হবে৷