নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে রবিবার আগরতলা রেল ষ্টেশনে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। তাদের বক্তব্য জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। এতে তাদের কোন সমস্যা নেই। কিন্তু সংস্থার পক্ষ থেকে তাদের দুই মাসের বেতন প্রদান করা হয়নি। এই অবস্থায় তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এই নিয়ে আসে বৈঠক হয়। কিন্তু কোন ধরনের সুরাহা না বেড়িয়ে আসায় রবিবার কাজ বন্ধ করে দেয় ষ্টেশনে কর্মরত অস্থায়ী শ্রমিকেরা। তাদের বক্তব্য বকেয়া বেতন পরিশোধ না করলে তারা কাজে হাত দেবেন না। অন্যদিকে বাধারঘাট কনট্রাকচ্যুয়াল ইউনিট কমিটির সম্পাদক নারায়ণ ঘোষ জানান মার্চ মাস থেকে তাদের কাজ বন্ধ। এই সময় ম্যানেজারের সঙ্গে কথা হয়। তিনি বেতন প্রদানের আশ্বাস দেন। তার পরেও বকেয়া বেতন প্রদান করা হয়নি। এমনকি চলতি মাসের বেতনও তাদের প্রদান করা হচ্ছে না। শ্রমিকদের বেতন প্রদান না করা হলে অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ রাখা হবে বলে জানান তিনি। মুম্বাই এর এই সংস্থার ম্যানেজারের জন্য শ্রমিক অসন্তোষ বলে দাবি করেন তিনি।