পঞ্জাবের দুই নাগরিক ত্রিপুরা থেকে পালিয়ে অসমে, ধৃত পাথারকান্দিতে

নতুন প্রতিনিধি, পাথারকান্দি, ১৮ মে।। কোভিড-১৯ নোভেল করোনা ভাইরা‌সের মোকাবিলায় আজ সোমবার (১৮ মে) থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। এমতাবস্থায় স্বগৃহের টানে প্রতিবেশী উত্তর ‌ত্রিপুরার ধর্মনগর থে‌কে রেলপথ ধরে পায়ে হেঁটে অসম প্রবেশ করেন পঞ্জাবের দুই নাগরিক। কিন্তু অসমে প্রবেশ করার পর করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার সোনাখিরা চেরপোস্টের পুলিশের হাতে ধরা পড়েছেন তাঁরা। ধৃতরা পঞ্জাবের গুরুদাসপুার এলাকার বিক্রম‌জিৎ সিং (৩৫) এবং গুরুলাল সিং (৪৮) বলে পরিচয় দিয়েছেন। ঘটনাটি আজ দুপু‌রের দিকে সংঘটিত হয়েছে। জানা গেছে, আজ এই দুই ব্যক্তিকে চাঁদখিরা রেলস্টেশন থে‌কে আটক ক‌রেন সোনাখিরা পু‌লিশ চেকপোস্টের ইনচার্জ সুখেশ দাস। তিনি তাঁদের হেফাজতে নিয়ে আজই পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। স্বাস্থ্য কেন্দ্রে উভয়ের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পু‌লি‌শি জেরায় তাঁরা নাকি জানান, ধর্মনগ‌রে নানা সামগ্রীর ফেরি করতেন। কিন্তু লকডাউনের জেরে তা‌দের ফেরি ব্যবসা লটে উঠেছে। গাঁটের টাকাও শেষ হতে চলেছে। ফলে প‌রি‌স্থি‌তির শিকার হ‌য়ে অগত্যা তাঁরা পা‌য়ে হেঁটে ধর্মনগর থেকে রওয়ানা হন। উদ্দেশ্য ছিল, প্রথ‌মে ক‌রিমগঞ্জ এবং প‌রে শিলচর যাবেন। সেখান থেকে কোনও রাস্তা বের করে নিজের রাজ্য পঞ্জাবের উদ্দেশে পাড়ি দেবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১০ তা‌রি‌খে অনুরূপ ভা‌বে আগরতলা থে‌কে সামসুল আলম, নজির উদ্দিন, সাজু আহমেদ ও নজমুল হক না‌মের চার শ্র‌মিক রেলওয়ে সড়ক ধ‌রে পা‌য়ে হেঁটে আসার সময় সোনা‌খিরায় পু‌লি‌শের হা‌তে ধরা প‌ড়েছিল। তাদের প্র‌ত্যে‌কের অবশ্য বা‌ড়ি পাথারকা‌ন্দি এলাকায়। ওই চারজনকেও কোয়া‌রেন্টাইনেে রাখা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?