নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ দক্ষিণ রামনগর এলাকায় কিছু পরিযায়ী শ্রমিকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে৷ এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বেশ কয়েকজন মিলে এলাকা দিয়ে যাচ্ছে৷ এরপর তারা সেই সমস্ত অচেনা মানুষদের আটক করে৷ এলাকার একটি মাঠে তাদের বসিয়ে রাখা হয়৷ খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে৷ খবর পেয়ে এলাকায় যায় পুলিশ৷ তাদের পরিচয় পত্র দেখতে চায় পুলিশ৷ তাদের প্রত্যেকেই নিজ নিজ ভাবে পরিচয় পত্র দেখায়৷ পুলিশের বক্তব্য ১৩ জনকে এলাকার মানুষ আটক করেছে৷ তাদের পরিচয় অনুযায়ী প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদা টাউনের বাসিন্দা৷ রাজ্যে ফেরি করে সামগ্রী বিক্রি করে৷ কিন্তু লক ডাউন চলায় বন্ধ তাদের পেশা৷ এদিকে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে৷ তাই নিজ রাজ্যে ফিরে যেতে তারা এলাকার কোন একজনের দারস্থ হতে আসেন৷ কিন্তু ১৩ জনের প্রদেয় পরিচয় পত্র যাচাই করতে পুলিশ তাদের নিজেদের হেপাজতে নেয়৷ স্থানীয়দের বক্তব্য তাদের গতিবিধি সন্দেহ জনক৷ তাই পুলিশের গোচরে নেওয়া হয়েছে৷ অন্যদিকে শ্রমিকদের বক্তব্য লক ডাউনে তাদের ব্যবস্থা বন্ধ৷ তাই বাধ্য হয়ে ঘরে ফিরতেই উদ্যোগ নেন তারা৷ স্থানীয় একজনের কাছে এসেছিলেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করে দিতে৷