নতুন প্রতিনিধি, বিশালগড়, ১৮ মে।।সাত সকালে অগ্নিদগ্ধা হয়ে মারা গেল এক গৃহবধূ। মৃতার নাম পায়েল মোদক সাহা। ঘটনা বিশালগড় থানার অধীন উত্তর ব্রজপুর এলাকায়। মৃতার বাপের বাড়ীর অভিযোগ, শ্বশুরবাড়ী থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত। তাকে খুন করা হয়েছে বলে তারা দাবি করছেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারিও হয়েছে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর মৃতার স্বামী মিঠুন সাহা পালিয়ে গেলেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে বিশালগড় থানায় যান বিজেপি মহিলা মোর্চার এক প্রতিনিধি দল। তারা বিশালগড় এস ডি পি ও এর সাথে কথা বলেন। অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করেন। অভিযুক্ত মিঠুন সাহাকে গ্রেফতার করে পুলিশ প্রসাশন সুষ্ঠ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানান এসডিপিও। মহিলা মোর্চার প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী ঝর্না দেববর্মা ও বিশালগড় মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী রুমা সাহা।তাছাড় বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেবও সেখানে উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছেন।