নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। পুলিশ আবাসনে মৃতদেহ উদ্ধার হল এক কনস্টেবলের। ঘটনা সোমবার সকালে রাজধানীর এডি নগর পুলিশ লাইনে পুলিশ কোয়াটারে। মৃত কনস্টেবলের নাম নমেন্দ্র দেববর্মা (৫১)। তিনি পুলিশ রিজার্ভের কর্মী ছিলেন। সোমবার সকালে কোয়ার্টারের (১৮৩ নম্বর) মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি মৃতদেহ মেঝেতে পড়া ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। এ বিষয়ে এডি নগর থানার পুলিশ সূত্রের খবর নমেন্দ্র দেববর্মার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন। ১৯বছরের মেয়েকে নিয়ে পুলিশ আবাসনে থাকতেন নমেন্দ্র বাবু। দুদিন আগে তার মেয়ে এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। প্রতিদিন রাতে ফোনে বাবা মেয়ের কথা হতো। গতকাল রাতেও কথা হয়েছিল তাদের।কিন্তু সোমবার সকালে একাধিকবার ফোন করেও নমেন্দ্র বাবুকে ফোনে পাচ্ছিলেন না তার মেয়ে। এরপর ই মেয়ে ফোন করেন প্রতিবেশী আবাসিকদের। কয়েকজন ছুটে গিয়ে দেখতে পান দরজা ভেতর থেকে লাগানো। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় খবর দেওয়া হয় এ ডি নগর থানা তে। পুলিশ এসে দরজা খুলে ভিতরে ঢুকে মেঝেতে নমেন্দ্র দেববর্মা মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ছুটে আসে মেয়ে সহ আত্মীয় পরিজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। এ বিষয়ে এটি নগর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।