নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্থ একটি ছোট গাড়ি। অভিযোগ অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কেউ আহত না হলেও ছোট গাড়িটির ডান দিকের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দিনের ব্যস্ত তম সময়ে এই দুর্ঘটনায় সাময়িক যান জট দেখা দেয়। জানা যায় আর আই এম এস চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনীর দিকে আসছিল TR01AE1631 নাম্বারের ট্রাকটি। অন্যদিকে ওরিয়েন্ট চৌমুহনী হয়ে রবীন্দ্র ভবনের দিকে যাচ্ছিল TR07B0743 নাম্বারের একটি ছোট গাড়ি। অভিযোগ ছোট গাড়িটি রবীন্দ্র ভবনের দিকে যাওয়ার রাস্তায় বাক নিতেই ডান দিক দিয়ে এসে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। গারিটির সঙ্গে ধাক্কা লাগার পরেও থামার কোন চেষ্টা করেনি ট্রাকের চালক। গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ছোট গাড়ির মালিক জীবন দেববর্মা জানান দ্রুত গতিতে চালিয়ে এসে ধাক্কা দেয় ট্রাকটি। পড়ে পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। ট্রাক চালককে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।