পানীয় জলের সঙ্কটে ভুগছে গার্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা

নতুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ মে৷৷ জলের সঙ্কটে ভুগছে গার্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সঙ্কটে ভূগছে৷ এই এলাকায় একটি মাত্র জলের সংযোগ রয়েছে৷ যারফলে অল্প সময়েরমধ্যে সকলে জল নিতে পারেনা বলে এলাকাবাসীর অভিযোগ৷ অপরদিকে গ্রামের অপরপ্রান্তের লোকজনেরা কুয়ারজল খেয়ে কোনোপ্রকার দিন কাটাচ্ছে৷ এলাকাবাসির দাবি এই এলাকায় একটি বড় আকারে জলের টেঙ্কি নির্মান করাহোক৷ যাতেকরে সকলে পানীয় জলের পাশাপাশি এই জল নিত্যপ্রয়জনীয় কাজে ব্যাবহৃত করতে পারে৷ এখন দেখার বিষয় এই এলাকায় পর্যাপ্ত পরিমানে জল পৌঁছেদিতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?