নতুন প্রতিনিধি, কৈলাশহর, ১৭ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী শফিক আলী নামে এক মাঝ বয়সী যুবকের৷ মৃত যুবকের বয়স ৩২ বছর৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় শফিক আলী পেশায় রাজমিস্ত্রি৷ ২০ বছর আগে সুলতানা পারভীনের সাথে শফিক আলীর বিয়ে হয়৷ বিয়ের ১০ বছর অতিক্রান্ত হওয়ার পর শফিক আলী শ্বশুরবাড়িতে চলে যায়৷ তারপর থেকে সে শ্বশুর বারিতেই স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করে৷ মৃত শফিক আলীর স্ত্রী সুলতানা পারভীন জানান শনিবার সন্ধ্যায় শফিক আলী কাজ থেকে আসার পর শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়৷ তারপর রাতে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ার পর শফিক আলী গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে৷ গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে৷ এইদিকে মৃত শফিকের মার অভিযোগ বিয়ের পর থেকেই ছেলে ও ছেলের স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল৷ এলাকায় বহুবার বিচার হয় এই নিয়ে৷ ছেলের বৌ-এর সাথে এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে৷ তিনি আরও অভিযোগ করেন ওনার ছেলেকে ছেলের বৌ এবং বৌ-এর সাথে অবৈধ সম্পর্ক থাকা যুবক মিলে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ কৈলাসহর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে৷