নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। লকডাউনের মাঝে সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। লোকসমাগম যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে বন্ধ রাখা হয়েছে পার্ক গুলি। তৃতীয় দফার লকডাউনের পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলেছে। তবে এখনো বেশ কিছু নিয়ম রয়ে গেছে। তারই মধ্যে রবিবার পরিলক্ষিত হয় রাজধানীর দুটি পার্ক খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। পার্কের মধ্যে উঠতি বয়সের যুবক যুবতী সহ অনেকেরই দেখা মিলল। মাস্ক পড়া যেখানে বাধ্যতামূলক সেই জায়গায় পার্কের মধ্যে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন কপোত-কপোতী সহ অন্যান্যরা। রাজধানীর নেহেরু ও হেরিটেজ পার্কে এইদৃশ্য পরিলক্ষিত হয়। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। লকডাউন এ পার্ক খোলার অনুমতি দেওয়া হয়েছে কিনা তা জানতে পার্কের কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে তাদের পার্ক খুলতে বলা হয়েছে বলে ক্যামেরার পেছনে জানালেন তারা। তারপরও বিষয়টি স্পষ্ট হতে উর্দ্ধতন বেশ কয়েকজন কর্তৃপক্ষের কাছে ফোন করে জানতে চাইলেও কোন স্পষ্ট সদুত্তর মেলেনি। সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান যেখানে বাধ্যতামূলক করা হয়েছে সেই জায়গায় শহরের দুটি পার্ক আচমকা খুলে দেওয়ার বিষয় ধোঁয়াশা তৈরি হয়েছে।