অর্ধ পোড়া অবস্থায় চার শতাধিক এটিএম কার্ড উদ্ধার, চাঞ্চল্য বিলোনিয়ায়

নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ মে৷৷ অর্ধ পোড়া অবস্থায় প্রায় ৪০০ থেকে ৫০০ টি এটিএম কার্ড রবিবার সকালে উদ্ধার হওয়া ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিলোনিয়া মহকূমা জুড়ে৷ দক্ষিণ মির্জাপুর এলাকায় রাস্তার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে অর্ধ পোড়া অবস্থায় ব্যাংকের এটিএম কার্ডগুলি এক শ্রমিক দেখতে পেয়ে খবর দেয় এলাকাবাসীদের৷ ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরাও ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় এটিএম কার্ডগুলি পোড়া অবস্থায় রয়েছে৷ অর্ধ পোড়া অবস্থায় এটিএম কার্ড গুলি দেখে বোঝা যায় দক্ষিণ সোনাইছড়ির গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চের এটিএম কার্ড৷ এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কি কারণে ব্যাংকের এই এটিএম কার্ড গুলি পোড়ানো হয়েছে তা নিয়ে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে জনমনে৷ তবে অনেকের মতে ব্যাংকের কোন আর্থিক ঘোটালা লুকাতে রাতের আধারে পরিত্যাক্ত স্থানে এটিএম কার্ড গুলি পোড়ানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?