মুহুরীঘাট সীমান্ত লাগোয়া বাংলাদেশের পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন সেবিকা করোনা আক্রান্ত

নতুন প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ মে৷৷ বিলোনিয়া শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে মুহুরী ঘাট সীমান্ত লাগোয়া বাংলাদেশের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন সেবিকা করোনা আক্রান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ধারনা, হাসপাতালে অন্য কোনও রোগীর মাধ্যমে সেবিকারা সংক্রমিত হয়ে থাকতে পারে। আরও অনেকের সোয়াব টেস্ট করা হচ্ছে।সীমান্ত সূত্রের খবর, পরশুরাম যে জেলার অধীন সেই ফেনী জেলায় এখন অবধি ৫১ জনের শরীরে কোভিড পজিটিভ মিলেছে।এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।পরশুরামে করোনা সংক্রমন ঘটায় এপাড়ে বিলোনীয়া শহরজুরে উদ্বেগ দেখা দিয়েছে।কারন শহর সংলগ্ন মুহুরীঘাট স্থলবন্দর দিয়ে পন্য আমদানি রপ্তানি শুরু হয়েছে।ওপার থেকে আসা পন্যবাহি গাড়িগুলিকে যথাযথভাবে সেনিটাইজড করা হলেও সব পন্য সেভাবে সেনিটাইজড করা সম্ভব নয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?