অবশেষে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপুরার আটকে থাকা নাগরিকদের জন্য ট্রেন মঞ্জুর করল

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ অবশেষে পশ্চিমবঙ্গ ত্রিপুরার আটকে থাকা নাগরিকদের জন্য ট্রেন মঞ্জুর করল৷ ত্রিপুরার জন্য তিনটি ট্রেন আটকে থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে আনবে৷ এদিকে, সোমবার তামিলনাড়ু ও কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে ট্রেন ফিরবে৷ শুধু তাই নয়, মহারাষ্ট্র থেকেও ত্রিপুরার নাগরিকদের নিয়ে আগামীকাল ট্রেন রওয়ানা দেবে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার তিনটি ট্রেন মঞ্জুর করেছে৷ ওই রাজ্যের মুখ্যসচিব ত্রিপুরার মুখ্যসচিবকে এক পত্রবার্তায় এই খবর জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার দুই দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের তালিকা তৈরী করে পাঠাবে৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৭৪৫ জন ত্রিপুরার নাগরিক রয়েছেন৷ এদিকে, মহারষ্ট্রের মুম্বই থেকে ১৩০৫ জন ত্রিপুরার নাগরিককে নিয়ে আগামীকাল ট্রেন রওয়ানা দেব৷ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত হওয়ায় ইতিপূর্বে ট্রেন বাতিল করা হয়েছিল৷ তিনি আরও জানান, তামিলনাড়ু থেকে প্রথম ট্রেন এবং কর্ণাটক থেকে দ্বিতীয় ট্রেন সোমবার দুই সহস্রাধিক ত্রিপুরার নাগরিকদের নিয়ে পৌঁছাবে৷ তিনি বলেন, আগরতলা রেলওয়ে স্টেশনে দশজনের অধিক ডাক্তার, দশটি স্ক্রিনিং পয়েন্ট, কুড়িজন ল্যাব টেকনিসিয়ান এবং দশজন ডাটা এন্ট্রি অপারেটর মেতায়েন করা হবে৷ স্টেশনে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে৷ তিনি জানান, ভীড় এড়ানোর জন্য যে ট্রেন দেরিতে পৌঁছবে সেটি জিরানীয়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হবে৷ তিনি জানান, তামিলনাড়ু থেকে আসা ট্রেনটি দুই ঘন্টা বিলম্বে চলছে৷ এদিকে, সোমবার আগরতলা থেকে একটি স্পেশাল ট্রেন দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?