শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে লালবাহাদুর চৌমুহনীতে শিশু খাদ্য ও মাক্স বিতরণ

নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রবিবার রাজধানীর লালবাহাদুর চৌমুহনীতে আর্ট অফ লিভিং এ শিশুদের মধ্যে শিশু খাদ্য এবং মাক্স বিতরণ করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ প্রতিমা হলেন লকডাউন এর ফলে শিশুরাও নানা সমস্যার সম্মুখীন হয়েছে৷ গরিব পরিবারের শিশুরা পুষ্টিকর খাদ্যের অভাবে ভুগছে৷ তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য এবং মাস্ক বিতরনের উদ্যোগ গ্রহণ করায় তাদের ভূয়শী প্রশংসা করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ প্রত্যেক অভিভাবকদের শিশুদের প্রতি যত্নবান আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন শিশুরা আমাদের ভবিষ্যৎ৷ শিশুদের সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব না হলে সুস্থ দেশ সুস্থ রাজ্য সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব নয়৷ দীর্ঘ লকডাউন এর ফলে শিশু মন বিকশিত হওয়ার ক্ষেত্রে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সেই বাধা কাটিয়ে উঠতে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে৷ এ ধরনের উদ্যোগ শুধুমাত্র রাজধানীতে সীমাবদ্ধ রাখলে চলবে না বলে তিনি উল্লেখ করেন৷ এই উদ্যোগ গ্রাম থেকে গ্রামস্তর পর্যন্ত নিয়ে যেতে হবে৷ ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের শিশু খাদ্য বিতরণ ও বিতরণের এই উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবক মহল৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?