নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজধানী সংলগ্ণ ক্যাম্পের বাজারে ব্যবসায়ীদের মধ্যে মারধোরের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়৷ বন্ধ হয়ে যায় বাজারে মাছ বিক্রি৷ রবিবারের বাজারে সবে মাত্র ক্রেতারা বাজার মুখী হতে শুরু করেছেন৷ ঠিক তখনই বাঁধে বিবাদ৷অভিযোগ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর উপর চড়াও হয়৷ দফায় দফায় চলে এই মারধোর৷ বাজারে মাছ বিক্রেতা মুধুসুদন দাসের দোকানের মাছ ফেলে দেয় আক্রমণকারীরা৷ টাকা নিয়ে বিবাদের জেরে বাজারে চাঞ্চল্য ছড়ায়৷ মুহূর্তের মধ্যে খালি হয়ে যায় বাজার৷ বন্ধ হয়ে যায় সমস্ত দোকান৷ খবর পেয়ে ছুটে আসে বাজার কমিটির সদস্যরা৷ তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে৷ পরবর্তী সময়ে বৈঠক করে এই বিষয়ের মিমাংসা করা হবে বলে জানায়৷ একই সঙ্গে বাজার স্বাভাবিক রাখার আহ্বান জানায়৷ কিন্তু সাত সকালে এই ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ জে কারণে ছুটির দিনে বাজার খুলেই বন্ধ করে দিতে হয় এই ঘটনার জেরে৷ এদিকে আক্রান্ত ব্যবসায়ী মুধুসুদন দাস এডি নগর থানার দারস্থ হয়৷ খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ৷ এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ৪ জনের বিরুদ্ধে৷