নতুন প্রতিনিধি, আগরতলা, ১৮ মে।। আজ প্রয়াত
প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরঞ্জন মজুমদারের ৮২তম জন্মবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রয়াতের জন্মবার্ষিকী পালন করা হয়। কংগ্রেস ভবন প্রাঙ্গণে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত, প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ, পিসিসি সভাপতি ও বিরোধী দলনেতার দায়িত্ব প্রতিপালন করেছেন। তার কর্মযজ্ঞ আজও কংগ্রেস স্মরণ করে। তৃতীয় পে কমিশন দিয়ে ছিলেন প্রায়ত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। তিনি ছিলেন জনগণের নেতা, দাবি রাজ্যের কর্মচারী মহলের। রাজনীতিতে ও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল। তিনি রাজনৈতিক জীবনে প্রবেশের পূর্বে রাণীরবাজার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।