নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বিজেপির যুব মোর্চা প্রতাপগড় মন্ডল এর উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই রক্তদান শিবিরে রক্তদাতারা অংশগ্রহণ করেন৷ লকডাউন ঘোষণার পর থেকে রাজ্যে রক্তদানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে৷ এর ফলে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তশূন্যতা চরম আকার ধারণ করেছে৷ রক্তশূন্যতা দূর করার জন্য বিজেপি যুব মোর্চা যে উদ্যোগ গ্রহণ করেছে তার প্রশংসা করেছেন এলাকার জনগণ৷ উল্লেখ্য রক্তের অভাবে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি সহ অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের জোগান দেওয়ার জন্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর থেকে বারবার রক্তদাতাদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে৷ সেই আহবানে সাড়া দিয়ে বিজেপি যুব মোর্চার প্রতাপগড় মন্ডলের পক্ষ থেকে রবিবার রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ এ ধরনের প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে৷ সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তারা এই রক্তদান শিবির সংগঠিত করেছেন বলে জানিয়েছেন৷