নতুন প্রতিনিধি, গন্ডাছড়া, ১৭ মে৷৷ রেগার কাজ সেরে শ্রমিকরা বাড়িতে ফেরার পথে টি আর ০৪ সি -১৫২৮ বলেরো পিকআপ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনা রবিবার গন্ডাছড়া মহকুমার ভগীরথ এডিসি ভিলেজে নবকুমার পাড়ায়। গুরুতর ভাবে যখম হন ১১ জন রেগার শ্রমিক। এরা হলেন, রানী ত্রিপুরা, সজিতা ত্রিপুরা, শিবাজয় ত্রিপুরা, রন ত্রিপুরা,কমলী ত্রিপুরা, কৃষ্ণদাস ত্রিপুরা, উষাপরি ত্রিপুরা, রঞ্জিত ত্রিপুরা, বাহন ত্রিপুরা প্রমুখ। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুলাই ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।যদিও চালককে এখন পযন্ত গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।