নতুন প্রতিনিধি, আগরতলা, ১৭ মে।। রাজধানী সংলগ্ন নন্দননগর এলাকায় প্রত্যহিক বাজার বসা নিয়ে জটিলতাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চলে পথ অবরোধ। এর জেরে নন্দন নগর সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়। রাস্তার দুধারে আটকে পড়ে বহু যান বাহন। পরিস্থিতি জটিল হলে ঘটনা স্থলে পৌছায় এন সি সি থানার এস ডি পি ও এবং সদরের অতিরিক্ত মহকুমা শাসক। দফায় দফায় কথা বলে বিক্ষোভকারী দুই পক্ষ্যের সঙ্গে। কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের দাবিতে অনড় থাকে। পড়ে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে অবরোধ কারীদের সরিয়ে দেয়। কিন্তু এই অবরোধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সরকারী পদস্থ কিছু আধিকারিকদের। তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করলেও তাদের পদ মর্যাদায় এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লক ডাউনের জেরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। তার পরেও অবরোধকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। সেই পরিস্থিতিতে সরকারী পদস্থ আধিকারিক সহ কর্মীদের পাল্টা বিক্ষোভে সামিল হওয়ার বিষয়টি যথেষ্ট রকম ভাবে প্রশ্ন তৈরি করেছে। সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান নন্দন নগর একটি বেসরকারি স্কুলের পাশে সড়কের ধারে অস্থায়ী বাজার বসাকে কেন্দ্র করে এই ঘটনা। তবে আইন সকলের জন্য সমান। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য রাস্তার ধারে বাজার নিয়ে বসতে তাদের স্কুলের একজন নিষেধ করেন। এই নিয়ে রবিবার ব্যবসায়ীরা ব্যবস্থা বন্ধ রাখতে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সকল ব্যবসায়ীদের কাছে সেই আহ্বান জানানো হলেও একটা অংশ বাজার নিয়ে বসতে যায়। তাদের কাছে অনুরোধ জানানো হয় এদিন ব্যবস্থা না করার জন্য। এই নিয়ে ঝামেলা তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে বিষয়টির সমাধানে দাবি জানায় তারা।