নতুন প্রতিনিধি, উদয়পুর, ১৭ মে।। হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন এক প্রসূতি মা। বর্তমানে শিশু ও মা দুজনেই সুস্থ আছেন। কিল্লা ব্লকের অধীন রতিয়াছড়া গ্রাম থেকে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবায় ফোন করে প্রসূতি নিলুকিতা জমাতীয়ার পরিবার। দ্রুত হাজির হয় এম্বুলেন্স। সেই এম্বুলেন্সে চেপে হাসপাতালে যাওয়ার পথে প্রসব যন্ত্রণা হতে থাকে তার। কিছুক্ষনের মধ্যেই আশাকর্মী ও অন্যদের সহায়তায় এম্বুলেন্সের ভেতর তিনি একটি শিশু সন্তানের জন্ম দেন। পরে তাদের নিয়ে যাওয়া হয় কিল্লা হাসপাতালে। সম্প্রতি রাজ্যে অনেক গুলি নতুন আম্বুলেন্স প্রদান করে কেন্দ্রিয় সরকার । গ্রামীণ এলাকার মানুষ এর দারুন পরিষেবা পেতে শুরু করেছে।