যাঁরা রাস্তায় হাঁটছেন সেইসব শ্রমিকের টাকা দরকার : রাহুল গান্ধী

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১৬ মে।। ঋণ নয়, গরিব মানুষের দরকার টাকা। করোনা সঙ্কটে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বন্দোবস্ত করার দাবি তুলেলন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইসঙ্গে ধুঁকতে থাকা অর্থনীতির হাল ফেরাতে কেন্দ্রের ঘোষণা করা প্যাকেজ পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন রাহুল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ করোনাভাইরাস-ক্ষতিগ্রস্থ অর্থনীতির জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যদি সরকার এর পরিবর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না দেন তবে আসন্ন “বিপর্যয়কর সমস্যা” সম্পর্কে সতর্কও করে দিয়েছেন। ভিডিও কলের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধী কৃষক এবং অভিবাসীদের জন্য তাত্ক্ষণিকভাবে ত্রাণ সরবরাহ করতেই না পারা “ঋণের প্যাকেজ” সম্পর্কেও ‘গুরুতর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের জনগণের অর্থের প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই প্যাকেজটি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। মোদীজির সরাসরি নগদ স্থানান্তর, এমএনআরইজিএ-র অধীনে ২০০ দিনের কর্মদিবস, কৃষকদের জন্য অর্থ সম্পর্কে চিন্তা করা উচিত, কারণ তারা ভারতের ভবিষ্যত।
এদিনও গত বছর সাধারণ নির্বাচনের প্রচারের সময় কংগ্রেস প্রস্তাবিত ন্যায় স্কিমটি তুলে ধরেন রাহুল, যাতে সমাজের দরিদ্রতম শ্রেণির জন্য বার্ষিক ৭২ হাজার টাকা আয়ের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন্দ্র সরকারকেও অনুরূপ পরিকল্পনা নিয়ে আসার আহ্বান জানিয়ে রাহুল বলেন, “রাস্তায় হাঁটতে থাকা অভিবাসী শ্রমিকের অর্থ দরকার, ঋণের দরকার নেই। যে কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন তার অর্থ দরকার, ঋণ নয়। আমরা যদি তা না করি তবে এটি একটি বিপর্যয়কর সমস্যা হয়ে উঠবে,” বলেন রাহুল।
প্রসঙ্গত, করোনার কারণে ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত প্রায় ৮৬,০০০ মানুষ এবং মৃত প্রায় ২,৭০০-রও বেশি। সারা দেশেই লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন, অভিবাসী শ্রমিক এবং দিন মজুরেরা সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর জন্য রবিবারই কেন্দ্র সরকার ২০ লক্ষ কোটি টাকার একটি আর্থিক ত্রাণ এবং উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছে। যাতে খাদ্য রেশন এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সহ আটকে পড়া এবং সমস্যায় থাকা অভিবাসীদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাহুল গান্ধীর দাবি, যাঁরা রাস্তায় হাঁটছেন সেইসব শ্রমিকের টাকা দরকার। ঋণের দরকার নেই। তাঁরা টাকা যদি না পান তবে এই সমস্যা বিপর্যয় তৈরি করবে। এর জন্যই তিনি দেশের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?